নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের দাবি হত্যা নিজস্ব প্রতিবেদকনোয়াখালী

Comments · 52 Views

নোয়াখালী জেলা শহর মাইজদীতে একটি বহুতল বাণিজ্যিক ভবনের ছাদ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর নাম আশি

এর আগে আজ বেলা দুইটার দিকে মাইজদী বাজারের বিবি কনভেনশন হল নামের বাণিজ্যিক ভবনের আটতলার ছাদ থেকে নিচে পড়ার পর আশপাশের লোকজন আশিকুলকে ‍উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আশিকুল ইসলামের গ্রামের বাড়ি জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজিপুরে। তিনি পরিবারের সঙ্গে মাইজদী বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ বলছে, মৃত্যুর কারণ এখনো অজানা। আর স্বজনদের দাবি, ছাদ থেকে ফেলে দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

 

 

 

নিহত আশিকুলের মামা আবদুল্লা আল জোবায়ের প্রথম আলোকে বলেন, একই বাড়ির চাচাতো বোনের ছেলে আশিকুল ইসলাম নোয়াখালী সরকারি কলেজে স্নাতক সম্মান শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আজ সকালে বাসা থেকে বের হওয়ার পর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মাইজদী বাজারের বিবি কনভেনশন হলের ভবনে গিয়েছিলেন। তাঁর সঙ্গে কয়েকজন বন্ধুও ছিলেন। বেলা দুইটার দিকে ওই ভবনের আটতলা থেকে তাঁর ভাগনেকে নিচে ফেলে দেওয়া হয়। এরপর আশপাশের লোকজন ভবনের সামনে তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments