গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের নতুন ২১ দফায় কী আছে

Comentários · 48 Visualizações

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠ??

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বক্তব্য রাখছেন। গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতেছবি : এএফপি

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের শুরুটা হবে সেখানে সব ধরনের সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধের মাধ্যমে। যেখানে যে অবস্থায় আছে যুদ্ধ সেখানে থেমে যাবে। যুদ্ধবিরতি কার্যকরের ৪৮ ঘণ্টার মধ্যে জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এর পাশাপাশি ২৪ জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে।

 

গাজায় যুদ্ধ বন্ধে এ রকম ২১ দফার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। ওই পরিকল্পনার একটি অনুলিপি দ্য ওয়াশিংটন পোস্ট পেয়েছে। এ ছাড়া এ দুই দেশের সরকারি কর্মকর্তাদের দ্বারা এটি যাচাই করা হয়েছে। ওই দুই দেশের প্রশাসনের কাছ থেকে তাঁরা এ বিষয়ে ব্রিফ পেয়েছেন। তাঁদের তথ্য অনুযায়ী, হামাসের যাবতীয় আক্রমণাত্মক অস্ত্র ধ্বংস করা হবে। যাঁরা ‘শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতি দেবেন তাঁদের ক্ষমা করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আর হামাসের যেসব সদস্য গাজা ছাড়তে চান, তাঁদের নিরাপদে অন্য দেশে যেতে সহায়তা করা হবে।

Comentários