থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস

Reacties · 4 Uitzichten

থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। তামিলনাড়ুর কারুরে, ২৭ সেপ্টেম্বর ২০২৫ছবি: এএ??

থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। তামিলনাড়ুর কারুরে, ২৭ সেপ্টেম্বর ২০২৫ছবি: এএনআই

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ। এতে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

 

গতকাল শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল লোকসমাগম হয়। একপর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে ১৬ নারী, ৬ শিশুসহ ৩৯ জন মারা যান। আহত হন প্রায় ১০০ জন। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়।

Reacties