রাজনৈতিক এশিয়া কাপ খেলার মাঠকেও বানিয়ে দিয়েছে অসুস্থ রাজনীতির ময়দান

Комментарии · 45 Просмотры

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর অন্য অনেক বিষয়ের মতো এশিয়া কাপেও অস্থিতিশীল??

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর অন্য অনেক বিষয়ের মতো এশিয়া কাপেও অস্থিতিশীলতার হাওয়া লাগে। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের যে আওয়াজ ওঠে ভারতে, তাতে ঢুকে যায় খেলায় কখনো মুখোমুখি না হওয়ার দাবিও।

 

মো. আনোয়ার হোসেনঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ১৫

ফলো করুন

২০২৫ এশিয়া কাপকে ক্রিকেটপ্রেমীরা আলাদাভাবে মনে রাখবে

 

২০২৫ এশিয়া কাপকে ক্রিকেটপ্রেমীরা আলাদাভাবে মনে রাখবেছবি: রয়টার্স

সাকল্যে ১৬ মিনিটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভারতের অভিষেক শর্মা টুর্নামেন্ট–সেরার পুরস্কার হাতে কথা শেষ করে চলে যেতেই সঞ্চালক নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুলের আচমকা ঘোষণা—‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, ভারত আজ ট্রফি নেবে না।’

 

রোববার মধ্যরাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট সাক্ষী হলো নজিরবিহীন এক ঘটনার। চ্যাম্পিয়ন দল ট্রফি নেয়নি! তবে কিছুক্ষণ পর অতিথিবিহীন মঞ্চে দেখা গেল মিছেমিছি এক ট্রফি উদ্‌যাপন। ২০২৫ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হিসেবে উল্লাস করলেন সূর্যকুমার যাদব–হার্দিক পান্ডিয়ারা। যে উদ্‌যাপনে আলোকফোয়ারা ছিল, গ্যালারির এক কোণে দর্শকের হইহল্লা ছিল। ছিল না শুধু ট্রফি।

Комментарии