ফুটবলে বাংলাদেশের ‘প্রধান সমস্যা’ ধরিয়ে দিলেন অধিনায়ক জামাল

Yorumlar · 40 Görüntüler

২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ১১ মাচে বাংলাদেশ গোল করেছে ৬টি,

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে জামালদের অবস্থান তিনে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং। পয়েন্ট ও গোল–পার্থক্য সমান হলেও ১টি গোল বেশি করায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে দুই ম্যাচে গোলশূন্য থাকায় তালিকার একেবারে নিচে ভারত।

 

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জায়ান আহমেদ। আজ ক্যাম্পে যোগ দিতে আসা এই ডিফেন্ডারের চোখেমুখে সে আনন্দই ধরা পড়ল

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জায়ান আহমেদ। আজ ক্যাম্পে যোগ দিতে আসা এই ডিফেন্ডারের চোখেমুখে সে আনন্দই ধরা পড়লপ্রথম আলো

পয়েন্ট টেবিলের এই অবস্থায় হংকং ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। ম্যাচটিতে হারলে বাছাইপর্ব উতরানো কঠিন হয়ে যাবে। জামালও বিষয়টি মনে করিয়ে দিয়েছেন, ‘আমাদের (জন্য) পরের ম্যাচটি ডু অর ডাই। আমরা যদি এ ম্যাচ হারি, তাহলে কোয়ালিফাই করা কঠিন হবে। হংকং ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

Yorumlar