আমিনুল কেন আবার বিসিবি সভাপতি হতে চাইছেন ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকে

הערות · 21 צפיות

বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই আমিনুল ইসলাম জানিয়েছিলেন, একটা দ্রুতগতির টি-টোয়েন্টি ইনিংস খেলে চলে যেতে চান।

তবে সপ্তাহখানেক আগে প্রথম আলোকে তিনি জানান, এখনকার মতো জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে আবার সভাপতি হতে আপত্তি নেই তাঁর। কাল অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

הערות