ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি

コメント · 29 ビュー

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চা?

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

 

তিনি বলেন, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। বাংলাদেশের এই ভূখণ্ডে সব জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদীর ভিত্তিতে আমরা রাজনীতি করি।

 

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে সব ধর্ম বর্ণের, সব গোত্রের, সব ভাষাভাষীর, সব সংস্কৃতির মানুষকে নিয়ে একটা সমন্বয়ের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই লক্ষ্যে আমাদেরকে আগামীতে বাংলাদেশের একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে। গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেজন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি।

 

তিনি ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে অংশগ্রহণ করতে হবে এবং গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে দীর্ঘ লড়াই সংগ্রাম করা হয়েছে।

 

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি ও ষড়যন্ত্রের ঘটনা দৃশ্যমান। তিনি সতর্ক করে বলেন, দেশি-বিদেশি যে কোনো শক্তি বাধা দিলে জনগণ তা প্রতিহত করবে।

 

এক প্রশ্নের উত্তরে তিনি পিআর পদ্ধতি প্রসঙ্গে বলেন, এটি ‘পারমানেন্ট রেস্টলেসনেস’ তৈরি করে এবং অনেক দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে। বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতির বিপক্ষে। তিনি বলেন, ‘একটি জরিপে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির বিরোধী। আমরা পিআর মানে জনগণের সঙ্গে সম্পর্ক ও জনসংযোগ বুঝি, শুধুমাত্র সরকার গঠনের পদ্ধতি নয়।’

コメント