চকলেটের জন্য নগ্ন দৃশ্যে অভিনয়! ‘ওয়ে ওয়ে’ অভিনেত্রীকে মনে আছে

التعليقات · 48 الآراء

অনেকে কৈশোরেই রাতারাতি তারকাখ্যাতি পান, কিন্তু পরে আর সে সাফল্য ধরে রাখতে পারেন না। তেমনই একজন সোনম খান। কৈশো?

অনেকে কৈশোরেই রাতারাতি তারকাখ্যাতি পান, কিন্তু পরে আর সে সাফল্য ধরে রাখতে পারেন না। তেমনই একজন সোনম খান। কৈশোরে বলিউডে পা রেখেই পেয়েছিলেন অল্প সময়ে ব্যাপক সাফল্য। মাধুরী দীক্ষিত ও শ্রীদেবীর মতো তারকাদের সমকক্ষ হয়ে ওঠেন, পাশাপাশি কাজ করেছেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, নাসিরুদ্দিন শাহদের মতো তারকাদের সঙ্গে। অথচ খ্যাতির চূড়ায় পৌঁছেই হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত আমূল বদলে দিল তাঁর জীবন।

 

নাম দিলেন যশ চোপড়া

বখতাওয়ার খানের নাম পাল্টে দিলেন নির্মাতা যশ চোপড়া। তাঁর বিশ্বাস ছিল, ‘সোনম’ নামটি নায়িকার ভাগ্য বদলে দেবে। ঠিক তাই হলো। অল্পদিনের মধ্যেই সোনম আলোচনায় আসতে শুরু করলেন।

التعليقات