জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক-বিনিয়োগ নিয়ে আলোচনা

Mga komento · 41 Mga view

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্স

রাষ্ট্রদূত মার্সেলো বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরো বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত মার্সেলো জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।

 

 

এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Mga komento