নারী ওয়ানডে বিশ্বকাপ শঙ্কা দূর করে বড় জয়ে শুরু ভারতের

Reacties · 30 Uitzichten

দীপ্তি শর্মা (ডান থেকে দ্বিতীয়) শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তুকে ফেরানোর পর সতীর্থদের সঙ্গেএএফপি
মেয়ে?

মেয়েদের ক্রিকেটে এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ জেতা হয়নি ভারতের। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলতে নেমেছে স্বাগতিক ভারত। সেই স্বপ্ন পূরণের অভিযান বড় জয়েই শুরু করল হারমানপ্রীত কৌরের ভারত। গুয়াহাটিতে আজ বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে সহ-স্বাগতিক শ্রীলঙ্কাকে ডিএলএসের হিসাবে ৫৯ রানে হারিয়েছে ভারত।

 

টসে হেরে ব্যাটিং পাওয়া ভারত ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে ৮ উইকেট হারিয়ে করতে পারে ২৬৯ রান। রান তাড়ায় শ্রীলঙ্কা ৪৫.৪ ওভারে অলআউট ২১১ রানে।

শেষ পর্যন্ত বড় জয় পেলেও ইনিংসের মাঝ পথে বড় বিপদেই ছিল ভারত। ১৯.১ ওভারে ১ উইকেটে ৮১ রান তুলে ফেলা দলটি টপাটপ উইকেট হারাতে শুরু করে। ১২৪/৬—২৭ ওভার শেষে এমনই হয়ে যায় দলটির স্কোর। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার ইনোকা রানবীরাই এ সময়ে নেন ৪ উইকেট।

Reacties