জন্মদিন কীভাবে কাটাচ্ছেন হামজা

Kommentare · 33 Ansichten

রাত ১২টা বাজতেই দেশের ফুটবলের ফ্যান পেজগুলোতে শুভেচ্ছা–বৃষ্টি। বাংলাদেশ দলের ফুটবলাররা সামাজিক যোগাযোগমা??

হামজা চৌধুরী। ২০২৫ সালের ১৭ মার্চ সিলেটে তোলা ছবিশামসুল হক

রাত ১২টা বাজতেই দেশের ফুটবলের ফ্যান পেজগুলোতে শুভেচ্ছা–বৃষ্টি। বাংলাদেশ দলের ফুটবলাররা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মুহূর্তে তোলা ছবি দিয়ে জানাচ্ছেন শুভকামনা। সতীর্থ আর সমর্থকদের এই শুভেচ্ছা ও শুভকামনা হামজা চৌধুরীর জন্মদিনের জন্য। আজ ১ অক্টোবর হামজার ২৮তম জন্মদিন। বাংলাদেশের লাল–সবুজ জার্সি গায়ে চড়ানোর পর এবারই প্রথম।

 

লেস্টার সিটিতে খেলা এই ফুটবলারকে ঘিরে দেশের ফুটবলাঙ্গনে যখন শুভেচ্ছা–শুভকামনার ঢেউ, তখন ইংল্যান্ডে থাকা হামজার দিনটি কাটছে কেমন আবহে? জানতে চাইলে হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী ইংল্যান্ড থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসলে আমরা তো জন্মদিন ওভাবে পালন করি না। উইশ করা হয় আর উপহার দেওয়া হয়। ওই রকম জাঁকজমকভাবে কিছু করছি না।’

Kommentare