শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের জয় খুলনার

Bình luận · 31 Lượt xem

শুরু থেকে শেষ পর্যন্ত টিকে থেকেও রংপুরকে জেতাতে পারলেন না তানভীর। আরেক ম্যাচে চট্টগ্রাম অনায়াসে হারিয়েছে বর?

শুরু থেকে শেষ পর্যন্ত টিকে থেকেও রংপুরকে জেতাতে পারলেন না তানভীর। আরেক ম্যাচে চট্টগ্রাম অনায়াসে হারিয়েছে বরিশালকে।

 

ক্রীড়া প্রতিবেদকঢাকা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৯: ২৯ 

ফলো করুন

খুলনা বিভাগের পেসার রবিউল হক (বাঁয়ে) ৩ উইকেট নিয়েছেন

 

খুলনা বিভাগের পেসার রবিউল হক (বাঁয়ে) ৩ উইকেট নিয়েছেনছবি: বিসিবি

‘এমন ফিফটি লইয়া আমরা কি করিব’—তানভীর হায়দারের ৪৭ বলে ৬০ রানের ইনিংস নিয়ে এমন কথা বলতেই পারেন রংপুর সমর্থকেরা।

 

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে আজ খুলনার বিপক্ষে রংপুরের এই অলরাউন্ডার ব্যাট করতে নেমেছিলেন ওপেনিংয়ে, টিকে থাকলেন পুরো ২০ ওভার। কিন্তু দলকে জেতাতে পারলেন না। শেষ ওভারের রোমাঞ্চকর সমাপ্তিতে তানভীরের রংপুর বিভাগকে ৩ রানে হারিয়েছে খুলনা বিভাগ।

 

জয়ের জন্য শেষ ওভারে রংপুরের দরকার ছিল ১৩ রান। ওপেনার তানভীরের সঙ্গে ক্রিজে ছিলেন অভিজ্ঞ নাঈম ইসলাম। বোলিংয়ে মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান। প্রথম ডেলিভারিতেই তিনি দিয়েছেন ওয়াইড। এরপরও তানভীর ও নাঈম মিলে মোট ৯ রানের বেশি যোগ করতে পারেননি।

 

তানভীর হায়দারের অপরাজিত ফিফটি বৃথা গেছে

তানভীর হায়দারের অপরাজিত ফিফটি বৃথা গেছেছবি: বিসিবি

উইকেটে থিতু তানভীর শেষ ওভারে ৪ বল খেলে নিতে পেরেছেন ৬ রান; কোনো বাউন্ডারি নেই। রংপুর ইনিংসের শেষ ১৫ বলেও কোনো বাউন্ডারি মারতে পারেননি ২০১৬ সালে বাংলাদেশ দলের হয়ে দুটি ওয়ানডে খেলা এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

Bình luận