আইএলটি২০ নিলাম অশ্বিনকে কেউ কেনেনি

মন্তব্য · 19 ভিউ

বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে যেন অবাধে খেলতে পারেন, তাই গত আগস্টে ভারতের সব ধরনের ক??

ফলো করুন

রবিচন্দ্রন অশ্বিন 

 

রবিচন্দ্রন অশ্বিনএএফপি

বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে যেন অবাধে খেলতে পারেন, তাই গত আগস্টে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের বাইরে লিগে খেলার প্রথম পদক্ষেপ হিসেবে সাবেক এই অফ স্পিনার এরপর নাম লেখান ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টির (আইএলটি২০) নিলামে।

 

দুবাইয়ে আজ অনুষ্ঠিত ২০২৬ আইএলটি২০–এর নিলামে অশ্বিনই ছিলেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের (১ লাখ ২০ হাজার ডলার) ক্রিকেটার। কিন্তু টুর্নামেন্টের ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই তাঁর প্রতি আগ্রহ দেখায়নি।

 

আইএলটি২০ ইতিহাসের প্রথম নিলাম হয়ে গেল আজ

আইএলটি২০ ইতিহাসের প্রথম নিলাম হয়ে গেল আজছবি: এক্স

এমনকি অলরাউন্ডারদের টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসার সুখবর পাওয়ার দিনে দল পাননি পাকিস্তানের সাইম আইয়ুবও।

মন্তব্য
অনুসন্ধান করুন