এশিয়া কাপে ব্যর্থ, এবার শারজাতে কি ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

মন্তব্য · 8 ভিউ

এশিয়া কাপ ব্যর্থতার দুঃখ ভোলার জন্য সপ্তাহখানেক সময়ও পাচ্ছে না বাংলাদেশ দল। শারজাতে আজ আফগানিস্তানের বিপক্??

আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বলছেন, ভুল শুধরে তাঁদের চোখ এখন আগামী ফেব্রুয়ারির টি–টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের অবস্থা আরও কঠিন। লিটন দাস পাঁজরের চোটে ছিটকে যাওয়ায় এশিয়া কাপের শেষ দুই ম্যাচের মতো এই সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী।

 

 

 

লিটনের মতো জাকেরও গতকাল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন এশিয়া কাপ ব্যর্থতার জন্য, ‘ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু বলার নেই। আমরা অনেক আশা দেখিয়েছি, এশিয়া কাপে ভালো করতে পারিনি। তাঁদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

মন্তব্য
অনুসন্ধান করুন