সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলেই মার্কিন ভিসা প্রত্যাখ্যান!

التعليقات · 232 الآراء

মার্কিন ভিসা আবেদনকারীরা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যা??

মার্কিন ভিসা আবেদনকারীরা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত এক বার্তায় তথ‌্যটি নিশ্চিত করা হয়। ফেসবুক বার্তায় এফ এম অথবা জে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশগ্রহণকারীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে- ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক।

আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

التعليقات