ফলো করুন
৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য এনভয় টেক্সটাইল ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ওই বছর কোম্পানির মুনাফা দ্বিগুণের বেশি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এই লভ্যাংশ দিচ্ছে।
সেই সঙ্গে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর। এজিএম মিশ্র পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আজ রোববার এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ দশমিক ৪০ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫৮ দশমিক ৩২ টাকা এবং শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) ৪ দশমিক ৭৭ টাকা। ২০২৪ সালে যা ছিল যথাক্রমে ৩ দশমিক ৫৮ টাকা, ৫১ দশমিক ৯৩ টাকা ও ৩ দশমিক ৬৮ টাকা।
এর আগে ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এনভয় টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫১ টাকা ৯৩ পয়সায়।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ারসংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর ৬৫ দশমিক ১৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৯৫, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে।