বাইরে মতবিরোধ, ভেতরে ভোটের প্রস্তুতি

মন্তব্য · 32 ভিউ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এবং সংসদ নির্বাচনে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ইস্যুতে ??

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ধরে ইতিমধ্যেই দলের প্রার্থী বাছাই শুরু করেছে বিএনপি। চলতি অক্টোবরের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে দলটিতে প্রস্তুতি চলছে। নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করতেও কাজ করছে বিএনপি। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেটির ভিত্তিতে নির্বাচন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও জামায়াত ইতিমধ্যেই অর্ধশত আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঘোষিত প্রার্থীদের বেশির ভাগ নিজ এলাকায় গণসংযোগও করছেন। খোদ দলটির আমির ডা. শফিকুর রহমানও কিছুদিন আগে রাজধানীতে নিজ নির্বাচনি আসনে জুমার নামাজ শেষে এলাকার মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

 

 

চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা প্রায় প্রতিদিনই নিজ নিজ আসনে রীতিমতো ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন, দলীয় প্রতীক ‘হাতপাখা’ নিয়ে মিছিল করে ভোট চাচ্ছেন। মঙ্গলবারও ঢাকা-৭ আসনে প্রচারণা চালিয়েছেন দলটির ঘোষিত প্রার্থী আলহাজ আব্দুর রহমান, তিনি দলের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক। অন্যদিকে, এনসিপি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ও জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলনসহ অন্য দলগুলোর সম্ভাব্য প্রার্থীরাও নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এনসিপির নেতা সারজিস আলম পঞ্চগড়ে নিজ এলাকায় কয়েক দিন ধরে গণসংযোগ করছেন। গণসংহতি আন্দোলনের মুখপাত্র মো. ফারুক হাসান ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় ভোটের প্রচারণায় ব্যস্ত।        

 

বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারা দেশে নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন। নিয়মিত গণসংযোগ, পথসভা, সভা-সমাবেশও করছেন তারা। রাজধানীর আসনগুলোতে এলাকাবাসীকে ‘শুভেচ্ছা’ ও ‘সালাম’ জানিয়ে পোস্টারও লাগিয়েছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা। এবারের দুর্গাপূজায় অনুদান দেওয়াসহ স্থানীয় মণ্ডপে-মণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। অন্যান্য দলের নেতারাও নির্বাচন সামনে রেখে মণ্ডপ পরিদর্শনে গিয়ে সংখ্যালঘুদের কাছে টানার চেষ্টা করছেন।

মন্তব্য
অনুসন্ধান করুন