জয়ের আগে ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ

commentaires · 32 Vues

রশিদ খানের গুগলিতে বিভ্রান্ত বাংলাদেশ—শিরোনাম হতে পারত এটাই।

শেষ পর্যন্ত তা যে হলো না, সেটি পারভেজ হোসেন–

পারভেজ–তানজিদের ওপেনিং জুটির সময় মনে হচ্ছিল আফগানদের ১৫১ রান তাড়া করে ম্যাচটা বাংলাদেশ বুঝি ১০ উইকেটেই জিততে যাচ্ছে। কিন্তু হুট করেই আসে বিপর্যয়। বিনা উইকেটে ১০৯ রান থেকে মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা বলতে গেলে শূন্যের ঘরে নেমে আসে। শেষ পর্যন্ত জয় দিয়ে সিরিজ শুরু হলেও ব্যাটিং নিয়ে অতৃপ্তিটা তাই থেকেই যাচ্ছে।

commentaires