কেনিয়াকে কাঁদিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে

Комментарии · 29 Просмотры

১৭তম দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল জিম্বাবুয়ে। টুর্নামেন্টের বাকি তিন দল আসব

জিম্বাবুয়ে টি–টোয়েন্টি দলছবি: এক্স

নিতীশ হিরানির বলটিকে কাভারে ঠেলে দিয়ে দ্রুত ১ রান নিলেন রায়ান বার্ল। এরপর সঙ্গী টনি মুনিওঙ্গার সঙ্গে উচ্ছ্বাসে ভাসলেন। হারারে স্পোর্টস ক্লাবের গ্যালারিতেও নাচানাচি শুরু হয়ে গেল।

 

হওয়ারই কথা। ওই মুহূর্তটা যে জিম্বাবুয়েকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট এনে দিয়েছে। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে আজ কেনিয়াকে অনায়াসে হারিয়েছে জিম্বাবুয়ে। আগে ব্যাটিং করে কেনিয়া ৬ উইকেটে করেছিল ১২২ রান। লক্ষ্যটা ৭ উইকেট ও ৩০ বল হাতে রেখে টপকে গেছে সিকান্দার রাজার দল।

 

 

 

২০২৪ সালে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। সেবারের বাছাইয়ে ফাইনাল রাউন্ডে নামিবিয়া ও উগান্ডার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

 

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আনন্দ জিম্বাবুয়ের সমর্থকদের

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আনন্দ জিম্বাবুয়ের সমর্থকদেরছবি: ভিডিও থেকে নেওয়া

এবার জিম্বাবুয়ের বিশ্বকাপে ফেরার দিনে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছে কেনিয়া। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলটি ২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল। এরপর আর কখনোই মূল আসরে জায়গা করতে পারেনি। কাছে গিয়েও এবারও পারল না তারা।

Комментарии