নারী বিশ্বকাপ বল হাতে দুর্দান্ত মারুফা, ব্যাট হাতে রুবাইয়া—পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Komentari · 47 Pogledi

পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে দুর্দান্ত দুই ডেলিভারিতে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মার??

ফলো করুন

পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে দুর্দান্ত দুই ডেলিভারিতে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার

 

পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে দুর্দান্ত দুই ডেলিভারিতে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তারএএফপি

তিন বছর আগে ওয়ানডে বিশ্বকাপ অভিষেকে একটিই জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেটি এসেছিল পাকিস্তানের বিপক্ষে। তিন বছর পর আজ সেই পাকিস্তানকে হারিয়েই ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ।

 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানার দল। গত এপ্রিলে যে পাকিস্তানের কাছে বাছাইপর্বে হেরে শঙ্কার মুখে পড়েছিল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন, সেই দলটিকেই ১২৯ রানে অলআউট করে বাংলাদেশ নারী দল ম্যাচ জিতেছে ৭ উইকেটে। ১৩০ রানের লক্ষ্যটা ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যান নিগাররা।

 

 

 

রান তাড়ার শুরুটা অবশ্য শঙ্কা জাগিয়েছিল। ১০ ওভারের প্রথম পাওয়ার প্লেতে ২৩ রান করতেই ১ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার ফারজানা হক ১৭ বলে মাত্র ২ রান করে এলবিডব্লু হয়েছেন ডায়ানা বেগের বলে।

 

ওয়ানডে অভিষেকে রেকর্ড অপরাজিত ৫৪ রান করেছেন রুবাইয়া হায়দার

ওয়ানডে অভিষেকে রেকর্ড অপরাজিত ৫৪ রান করেছেন রুবাইয়া হায়দারআইসিসি

পাওয়ার প্লের পর ১২তম ওভারের শেষ বলে ফিরে যান তিনে নামা শারমিন আক্তার। ১০ রান করতে ৩০ বল খেলতে হয়েছে শারমিনকে। শারমিন ফেরার পর ওপেনার রুবাইয়া হায়দার ও নিগার সুলতানা পরের দুই ওভারে তুলতে পারেন মাত্র ২ রান।

 

বাংলাদেশ গা ঝাড়া দিয়ে ওঠে ১৫তম ওভারে। পাকিস্তান নারী দলের সাদিয়া ইকবালকে চার মেরে আড়মোড়া ভাঙেন অধিনায়ক নিগার সুলতানা। পাকিস্তানি অফ স্পিনার রামিন শামীমের করা পরের ওভারে আসে ১৩ রান, দুই চারে যার ৯-ই নিগারের। রান-উৎসবে এরপর যোগ যেন রুবাইয়াও। বাঁহাতি স্পিনার নাশরা সান্ধুর করা ১৯তম ওভারে তিনটি চার মারেন এদিনই প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামা রুবাইয়া।

Komentari