শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা

التعليقات · 39 الآراء

৩৩ বছর ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’- তার বলিউডের পথচলা নিজ??

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৫ এর বরাত দিয়ে দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই সুপারস্টারের মোট সম্পদের পরিমাণ পৌঁছেছে বিস্ময়কর ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ১২ হাজার ৪৯০ কোটি রুপিতে। এর মাধ্যমে ৫৯ বছর বয়সী শাহরুখ খান ভারতের সবচেয়ে ধনী তারকার পাশাপাশি বিশ্বব্যাপী অভিনেতাদের মধ্যে শীর্ষস্থান দখল করে নিলেন।

 

 

ADVERTISEMENT

Tech stock video 3 5Feb25Tech stock video 3 5Feb25

এই বিশাল অর্জনের মাধ্যমে শাহরুখ খান পেছনে ফেলেছেন বহু আন্তর্জাতিক তারকাকে। তার বর্তমান সম্পদ এখন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), হলিউড অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার) ও কৌতুক অভিনেতা জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার)-এর চেয়েও বেশি।

 

হুরুন রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, গত বছর শাহরুখের সম্পদ ৮৭০ মিলিয়ন ডলার থাকলেও এ বছর তা ১.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

التعليقات