ইউরোপা লিগে এক পেনাল্টি তিনবার ঠেকিয়ে লিলের নাটকীয় জয়

commentaires · 33 Vues

ইউরোপা লিগে নাটকীয় এক ম্যাচে রোমাকে ১-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব লিল। কিন্তু এই জয়ের মূল নায়ক একাই—গোলরক্ষক ?

ম্যাচের প্রথমার্ধেই হাকন হারাল্ডসনের গোলে এগিয়ে যায় লিল। এরপর পুরো ম্যাচজুড়ে উত্তেজনা থাকলেও সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে শেষ মিনিটগুলোতে।

 

 

ADVERTISEMENT

Tech stock video 3 5Feb25Tech stock video 3 5Feb25

রোমা পেনাল্টি পায় আইসা মান্ডির হাতে বল লাগায়। প্রথম শট নেন আরতেম দোভবিক—ওজের তা ঠেকান। তবে রেফারির সিদ্ধান্তে আবারও পেনাল্টি নিতে বলা হয়, কারণ শট নেওয়ার আগেই লিলের এক ডিফেন্ডার ঢুকে গিয়েছিলেন বক্সে।

 

দোভবিক আবারও এগিয়ে আসেন, কিন্তু এবারও তার শট ঠেকিয়ে দেন ওজের। তবু শেষ হয়নি নাটক। আবারও পুনরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি—এইবার অভিযোগ, ওজের গোললাইন ছেড়ে আগেই এগিয়ে গিয়েছিলেন।

 

 

তৃতীয়বার বলের সামনে আসেন রোমার অন্য খেলোয়াড়, মাতিয়াস সুলে। কিন্তু তাকেও হতাশ করেন ওজের। টানা তিনবার পেনাল্টি ঠেকিয়ে রোমার আশার আলো নিভিয়ে দেন তিনি।

 

এই অবিশ্বাস্য নৈপুণ্যের ফলে লিল পায় টানা দ্বিতীয় জয়। আর রোমা মাঠ ছাড়ে হতাশা ও হতবাক হয়ে। ইউরোপা লিগের ইতিহাসে এটি অন্যতম স্মরণীয় একটি ম্যাচ হয়ে থাকবে—বিশেষ করে বারকে ওজেরের জন্য, যিনি একাই হয়ে ওঠেন রোমার দুঃস্বপ্ন।

commentaires