বৃহস্পতিবার হারারেতে অনুষ্ঠিত বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিক জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে কেনিয়া পুরো ২০ ওভারে ৬ উইকেটে তোলে মাত্র ১২২ রান। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়েই ৩০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
ADVERTISEMENT
Tech stock video 3 5Feb25Tech stock video 3 5Feb25
জিম্বাবুয়ের বোলিং ছিল টাইট ও নিয়ন্ত্রিত। পেসার ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট। ব্যাটিংয়ে ঝড় তোলেন ওপেনার ব্রায়ান বেনেট। ২৫ বলে ৫১ রানের বিস্ফোরক ইনিংসে ম্যাচসেরা হন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।
এই নিয়ে সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। তবে গতবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্টে জায়গা হয়নি তাদের। বাছাইপর্বে নামিবিয়া ও উগান্ডার পেছনে থেকে বাদ পড়ে যায় তারা।
সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভাঙল কেনিয়ার। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও এরপর আর মূল মঞ্চে উঠতে পারেনি তারা।
এর আগে বাছাইয়ের প্রথম সেমিফাইনালে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে নামিবিয়া। টস হেরে আগে ব্যাট করে তারা তোলে ৬ উইকেটে ১৭৪ রান। জবাবে তানজানিয়া থামে ৮ উইকেটে ১১১ রানে।
টানা চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে নামিবিয়া। ২০২১ সালে প্রথম অংশ নিয়েই চমক দেখায় দলটি, পৌঁছে গিয়েছিল সুপার টুয়েলভে। তবে পরের দুই আসরে গ্রুপপর্বেই থেমে যায় তাদের পথচলা।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারি-মার্চে হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিম্বাবুয়ে ও নামিবিয়াসহ এখন পর্যন্ত ১৭টি দল নিশ্চিত করেছে তাদের অংশগ্রহণ। বাকি তিনটি দলের জায়গা পূরণ হবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে।