যে সাতটি লক্ষণে বুঝবেন আপনি আদর্শ জীবনসঙ্গীর দেখা পেয়েছেন

التعليقات · 45 الآراء

একজন নয়, জীবনে একাধিক সোলমেটও থাকতে পারেন। তাঁরা ঠিক সময়ে এসে আমাদের এগিয়ে যেতে সাহায্য করেন। সুইস মনোবিজ্ঞা??

Login

সর্বশেষ

বাংলাদেশ

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

মতামত

খেলা

বিনোদন

চাকরি

জীবনযাপন

ভিডিও

Eng

ছবি

ভিডিও

ভিডিও

 

সম্পর্ক

যে সাতটি লক্ষণে বুঝবেন আপনি আদর্শ জীবনসঙ্গীর দেখা পেয়েছেন

শুধু গল্প–সিনেমায় নয়, বাস্তবেও আছে সোলমেট বা আদর্শ জীবনসঙ্গী। জীবনের পথে কখনো কখনো এমন মানুষ আসেন, যাঁরা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন এবং বদলে দেন আমাদের চিন্তা।

 

জাকারিয়া সুমন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৮: ০০

ফলো করুন

 

সঙ্গীর চোখে লুকিয়ে থাকা কথা পড়ে ফেলতে পারলে দাম্পত্য হয় সুখেরছবি: প্রথম আলো

একজন নয়, জীবনে একাধিক সোলমেটও থাকতে পারেন। তাঁরা ঠিক সময়ে এসে আমাদের এগিয়ে যেতে সাহায্য করেন। সুইস মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং বলেছিলেন, ‘সোলমেট আসলে আমাদের অবচেতন মনের আয়না। তাঁরা আমাদের লুকানো অনুভূতি ও শক্তিকে প্রকাশ করেন।’

 

১. প্রথম দেখাতেই মনে হয় পরিচিত

কিছু মানুষকে প্রথম দেখলেই মনে হয়, আগে কোথাও দেখেছি। চোখের চাহনিতে হঠাৎ অদ্ভুত এক পরিচিত ঝলক দেখা যায়। অথচ বাস্তবে কখনোই দেখা হয়নি। পরে বোঝা যায়, তিনি আপনার জীবনে এমন এক অভিজ্ঞতা এনে দিয়েছেন, যা হয়তো আপনাকে বদলে দেওয়ার জন্যই দরকার ছিল। অনেক সময় এ ধরনের সম্পর্ক পুরোনো কষ্ট বা ট্রমা নিরাময়ের সুযোগ করে দেয়।

 

২. ভেতরের লুকানো দিক বের করে আনে

কার্ল ইয়ুংয়ের মতে, আদর্শ জীবনসঙ্গী অনেক সময় আমাদের ভেতরের সেই অংশ সামনে নিয়ে আসেন, যা আমরা আড়াল করে রাখি। আমরা যাঁকে ভালোবাসি বা অপছন্দ করি—আসলে সেটাই আমাদের ভেতরে কোনো না কোনোভাবে থাকে। তাই তাঁদের সঙ্গে দেখা হলে মনে হয়, যেন ‘বাড়ি ফিরে’ এলাম। তখনই আমরা নিজেদের সেই চাপা পড়ে থাকা দিকটার মুখোমুখি হই।

التعليقات