ফলো করুন রোমান্টিক সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল, জটিল আর বিতর্কিত অধ্যায়ের নাম পরকীয়া রোমান্টিক সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল

Bình luận · 11 Lượt xem

যশোরের মনিরামপুর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৃষ্ণবাটি গ্

নিহত গৃহবধূর নাম তৃপ্তি মণ্ডল (৪০)। তিনি উপজেলার কৃষ্ণবাটি গ্রামের অবনিশ মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় আজ শুক্রবার সকালে নিহত ব্যক্তির স্বামী অবনিশ মণ্ডল বাদী হয়ে শংকর মল্লিক (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অভিযুক্ত শংকর মল্লিক উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মুকুন্দ মল্লিকের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

 

 

 

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, সম্পর্কের জেরে শংকর মল্লিক ধারালো অস্ত্র দিয়ে তৃপ্তি মণ্ডলকে হত্যা করেছেন। খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ গতকাল গভীর রাতে নিহত ব্যক্তির বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

 

স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরে তৃপ্তি মণ্ডল প্রতিবেশী এক নারীকে সঙ্গে নিয়ে উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মাঠে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে যান। ঘাস সংগ্রহের পর বাড়ি ফিরছিলেন তাঁরা। বেলা দেড়টার দিকে মাঠের শেষ প্রান্তে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া শংকর মল্লিক তাঁদের পথ রোধ করেন। কথা–কাটাকাটির এক পর্যায়ে শংকর তৃপ্তিকে ধাক্কা মেরে ধানখেতে ফেলে দেন। এরপর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তৃপ্তির ঘাড় ও মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তৃপ্তির সঙ্গে থাকা নারী বাধা দিতে গেলে শংকর তাঁকে হত্যার ভয় দেখান।

Bình luận