নেত্রকোনায় জামায়াতের সাধারণ সভায় হামলার অভিযোগ, আহত ৩

Commenti · 7 Visualizzazioni

নেত্রকোনায় জামায়াতের সাধারণ সভায় হামলার অভিযোগ উঠেছে যুবদলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার র?

যুবদলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করা হয়ছবি: প্রথম আলো

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি সাধারণ সভায় হামলার অভিযোগ উঠেছে কয়েকজন যুবদল নেতা–কর্মীর বিরুদ্ধে। হামলায় সান্দিকোনা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাজহারুল ইসলামসহ তিনজন আহত হয়েছেন।

 

গতকাল শুক্রবার বিকেলে সান্দিকোনা বাজারে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে ওই দিন রাত ১০টার দিকে কেন্দুয়া পৌর শহরের সোনালী ব্যাংক–সংলগ্ন জামায়াতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।

 

 

 

স্থানীয় বাসিন্দা, দলীয় নেতা–কর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সান্দিকোনা বাজারের একটি কোচিং সেন্টারে ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা চলছিল। সেখানে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্যসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ে সভা করার অভিযোগ তুলে ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাজহারুল ইসলাম, জামায়াতের কর্মী নয়ন মিয়া ও শামীম মিয়া আহত হন। পরে মাজহারুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

 

হামলার প্রতিবাদে রাত ১০টার দিকে উপজেলা জামায়াতের নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির ছাদেকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি সাইফুল ইসলাম ও বায়তুলমাল সেক্রেটারি মো. জহিরুল ইসলাম।

Commenti