আমি রাজা হলে রাজতন্ত্রকে বদলে দেব: যুবরাজ উইলিয়াম

Bình luận · 23 Lượt xem

নিজে রাজা হলে রাজতন্ত্রে বদল আনবেন বলে মন্তব্য করেছেন যুবরাজ উইলিয়াম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব?

নিজে রাজা হলে রাজতন্ত্রে বদল আনবেন বলে মন্তব্য করেছেন যুবরাজ উইলিয়াম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রাজপ্রাসাদের কয়েকটি সূত্র বলছে, এযাবৎকালে এটাই তাঁর সব চেয়ে খোলামেলা সাক্ষাৎকার।

 

উইন্ডসর ক্যাসলে প্রিন্স উইলিয়ামের সাক্ষাৎকারটি নিয়েছেন অভিনেতা ইউজিন লেভি, অ্যাপল টিভিপ্লাস শো ‘দ্য রিলাকট্যান্ট ট্র্যাভেলার’-এর জন্য।

 

মনখোলা আলাপের একপর্যায়ে ইউজিন জানতে চান, ভবিষ্যতে রাজা হলে যুবরাজ উইলিয়াম কী করবেন।

 

যুবরাজ বলেন, ‘মনে করি এভাবে বলতে পারি যে, আমার করণীয়র তালিকায় রয়েছে পরিবর্তন। ভালোর জন্য পরিবর্তন। এবং আমি সেই পরিবর্তনকে গ্রহণ করি, উপভোগ করি। আমি তাকে ভয় করি না। পরিবর্তন আনতে পারার ভাবনা বরং আমাকে উদ্দীপ্ত করে। বাড়াবাড়ি রকমের চরম কিছু নয়, কিন্তু যা হওয়া দরকার মনে করি, তেমন পরিবর্তন।

Bình luận