টি–টোয়েন্টিতে ‘ডটের রাজা’ এখন মোস্তাফিজ খেলা ডেস্ক

코멘트 · 41 견해

প্রতিপক্ষের রানের চাকা থামাতে হবে। কে আসবেন বোলিংয়ে? কে আবার, বাংলাদেশ দলে ‘ডেথ ওভার বিশেষজ্ঞ’ হিসেবে সর্বজন??

টি–টোয়েন্টি যেহেতু চার–ছক্কার খেলা, সেখানে প্রতিটি ডট বল সোনার চেয়েও দামি। মোস্তাফিজ এখন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল আদায় করা বোলার। গতকাল ম্যাচ চলাকালীন তাঁর ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়, ‘আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড এখন মোস্তাফিজুর রহমানের—১১৪২!’

 

অর্থাৎ এ পর্যন্ত ১১৪২টি ডট আদায় করেছেন মোস্তাফিজ, যা এই সংস্করণে সর্বোচ্চ। তালিকায় দ্বিতীয় নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি, তৃতীয় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। চারে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ, পাঁচে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

 

ডট দেওয়ায় শীর্ষ পাঁচ বোলারের মধ্যে সাকিবও আছেন

ডট দেওয়ায় শীর্ষ পাঁচ বোলারের মধ্যে সাকিবও আছেনপ্রথম আলো

মোস্তাফিজ ১২০ ইনিংসে বোলিং করেছেন। তাঁর ২৬১৬টি বৈধ ডেলিভারির মধ্যে ডট ১১৪২টি—অর্থাৎ ৪৩.৬৫ শতাংশ বলেই ব্যাটসম্যান রান নিতে পারেননি। মোট রান দিয়েছেন ৩১৯৫। সাউদি ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে ডট আদায় করেছেন ১১৩৮টি (৪১.৩৩ শতাংশ)। সাকিব ১২৫ ইনিংসে ২৭২০ বল করে ডট আদায় করেছেন ১০৭৮টি (৩৯.৬৩ শতাংশ)।

코멘트