মুশফিকের সম্ভাব্য ১০০তম টেস্ট মিরপুরে

コメント · 37 ビュー

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। মাইলফলকের সেই ম্যাচটি মুশফ

দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সিলেটে, দ্বিতীয়টি মিরপুরে। সিলেটে সিরিজের প্রথম টেস্টটি হবে মুশফিকের ৯৯তম। সবকিছু ঠিক থাকলে মিরপুরেই শততম টেস্ট খেলবেন ২০০৫ সালে টেস্ট অভিষিক্ত মুশফিক।

 

৯৮ টেস্ট খেলে এখন পর্যন্ত ১২ সেঞ্চুরিতে ৬,৩২৮ রান করেছেন ৩৮ পেরোনো এই ব্যাটসম্যান। ওয়ানডে ও আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলে দেওয়া মুশফিক শুধু টেস্ট থেকেই এখনো অবসর নেননি।

 

আগামী ৬ নভেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর

コメント