প্রিয় শিক্ষক সম্মাননা পেলেন ১০ জন

Kommentarer · 30 Visninger

ফলো করুন

সম্মাননা পাওয়া শিক্ষকদের সঙ্গে অতিথি ও বিচারকেরা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকা। ৪ অক্ট?

স্কুলের আদলে সাজানো মঞ্চ। সেখানে ছেলে-মেয়েরা বিভিন্ন রকমের খেলাধুলা করছে। সেদিকে এগিয়ে এলেন একজন। তিনি ওই বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক। উপস্থিত দর্শকদের একজনের কাছে তিনি জানতে চাইলেন, উচ্ছ্বাসে আলোর পাঠশালা কোথায়? দর্শক মঞ্চের দিকে দেখিয়ে দেন। তখন খেলায় ব্যস্ত শিশুদের কাছে যান নতুন প্রধান শিক্ষক এবং তাদের কাছে জানতে চান, প্রধান শিক্ষকের কক্ষ কোথায়? একজন শিশু ওই শিক্ষককে নিয়ে মঞ্চের পেছন দিকে চলে যান।

Kommentarer