টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন জানান, দুপুরের দিকে তিন খালাতো বোন মনিরা, আছিয়া ও মাফিয়ার ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা নদীর স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। খোঁজাখুঁজি করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় মনিরার লাশ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত আছিয়া ও মাফিয়ার সন্ধান মেলেনি।
রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ পরিচালনা করা হবে।