আবারও যোগ করা সময়ে গোল খেয়ে হারল লিভারপুল, এবার চেলসির কাছে খেলা ডেস্ক

تبصرے · 51 مناظر

যোগ করা সময়ে গোল করে দলকে জেতানোর পর চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাওরয়টার্স

চেলসি ২: ১ লিভারপুল

দেজা ভুঁ কাকে বলে টের পেল লিভারপুল। সাত দিন আগে দক্ষিণ লন্ডনে হওয়া অভিজ্ঞতা আবারও হলো দলটির, এবার পশ্চিম লন্ডনে। শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জেতাটাকে অভ্যাস বানিয়ে ফেলা লিভারপুল এখন মুদ্রার উল্টো পিঠ দেখছে।

 

 

গত সপ্তাহে সেলহার্স্ট পার্কে সপ্তম মিনিটে গোল খেয়ে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরেছিল লিভারপুল। আর্নে স্লটের দল আজ একই ব্যবধানে হারল স্টামফোর্ড ব্রিজে। এবার যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে চেলসিকে ২-১ গোলে জিতিয়েছেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এস্তেভাও।

 

 

 

ম্যাচের প্রথম গোলটিও দিয়েছিল চেলসি। ১৪ মিনিটে দারুণ এক দূরপাল্লার শটে গোল স্বাগতিকদের এগিয়ে দেন মোইজেস কাইসেদো। ৬৩ মিনিটে দমিনিক সবোসলাইয়ের ক্রস আলেকসান্দার ইসাকের পা ঘুরে কোডি গাকপোর কাছে যায়। ডাচ ফরোয়ার্ড সমতা ফেরাতে ভুল করেননি।

 

কুকুরেয়ার পাস থেকে গোল করছেন এস্তেভাও

কুকুরেয়ার পাস থেকে গোল করছেন এস্তেভাওরয়টার্স

এরপর শেষের সেই মুহূর্ত। মার্ক কুকুরেয়ার বাড়ানো পাস থেকে ছয় গজি বক্স থেকে লিভারপুলের জালে পাঠালেন এস্তেভাও। সেই এস্তেভাও, ক্লাব বিশ্বকাপে যিনি এই চেলসির বিপক্ষেই গোল পেয়েছিলেন পালমেইরাসের হয়ে।

تبصرے