ক্রিকেট বাংলাদেশ দলে আজ কয়টি পরিবর্তন আসছে, কেমন হবে একাদশ

Kommentare · 24 Ansichten

সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগের ম্যাচেই। সেই অর্থে শারজায় আজ হতে যাওয়া বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি ‘ডেড রাবার’?

আগের দুই ম্যাচের ধারাবাহিকতায় আজও টপ অর্ডারে থাকার কথা তানজিদ হাসান, পারভেজ হোসেন ও সাইফ হাসানের। এশিয়া কাপে পারভেজ একাদশে জায়গা হারানোর পর ওপেনিং করেছিলেন সাইফ, তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছেন তিন নম্বরে।

 

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শত রানের জুটি গড়েছিলেন তানজিদ ও পারভেজ। দ্বিতীয় ম্যাচে অবশ্য ১৬ রানেই ভেঙে গেছে উদ্বোধনী জুটি। স্কোয়াডে থাকা সৌম্য সরকার ভিসা–জটিলতায় আরব আমিরাত যেতে পারেননি। তিনি না থাকায় শেষ ম্যাচেও টপ অর্ডারের তিন জায়গা অপরিবর্তিত থাকছে।

Kommentare