তৃতীয় টি–টোয়েন্টির শুরু থেকে শেষ: যেভাবে ৬ উইকেটে জিতল বাংলাদেশ

注释 · 1 意见

জাকের আলীর নেতৃত্বে টি–টোয়েন্টি সিরিজে শতভাগ সফল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এরপর ওয়ানডে সিরিজ

এরপর ওয়ানডে চ্যালেঞ্জ

জাকের আলীর নেতৃত্বে টি–টোয়েন্টি সিরিজে শতভাগ সফল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এরপর ওয়ানডে সিরিজ খেলতে নামবে দল।

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ৮ অক্টোবর। শেষ দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর। সবকটি ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

 

ওয়ানডে সিরিজের সরাসরি ধারা বিবরণী, ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান নিয়ে আবার হাজির হবে প্রথম আলো ক্রীড়া বিভাগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা!

 

 

০০: ০৮

আফগানিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ

আহমেদজাইয়ের ওভারের প্রথম বলে সাইফের ছক্কা, শেষ বলে ছক্কা মারলেন নুরুল হাসান। ব্যস, ২ ওভার বাকি রেখেই জিতে গেল বাংলাদেশ। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানকে ৩–০ ব্যবধানে ধবলধোলাই করল জাকের আলী দল। আরেকটি বাংলাওয়াশ বলাই যায়।

 

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের ব্যাটসম্যানরা আজ বেশ হিসেবি ব্যাটিং করেছেন। রশিদ–মুজিবদের দেখেশুনে খেলে চড়াও হয়েছেন দুই অনভিজ্ঞ পেসার আবদুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদের ওপর। আহমেদজাই ও বশির মিলে ৭ ওভারে দিয়েছেন ৮৮ রান। তাঁদের ওপর দিয়ে সবচেয়ে বড় ঝড় বইয়ে দিয়েছেন সাইফ হাসান। টি–টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করার পথে সাইফ মেরেছেন দুটি চার ও সাতটি ছক্কা।

 

অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলার পথে সাইফ হাসান

অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলার পথে সাইফ হাসানছবি: এসিবি

ম্যাচসেরার পুরস্কার সাইফের হাতেই উঠেছে। তিন ম্যাচে ৫.৫৮ ইকোনমি রেটে ৫ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

 

আফগানিস্তান: ২০ ওভারে ১৪৩/৯ (রাসুলি ৩২, আতাল ২৮, মুজিব ২৩*; সাইফউদ্দিন ৩/১৫, নাসুম ২/২৪, তানজিম ২/২৪, শরীফুল ১/৩৩, রিশাদ ১/৩৯)। বাংলাদেশ: ১৮ ওভারে ১৪৪/৪ (সাইফ ৬৪*, তানজিদ ৩৩, পারভেজ ১৪, নুরুল ১০*, জাকের ১০; মুজিব ২/২৬, ওমরজাই ১/১২, আহমেদজাই ১/৫০)। ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান। ম্যান অব দ্য সিরিজ: নাসুম আহমেদ। সিরিজ: বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী

注释