টি–টোয়েন্টি সিরিজ আফগানদের ধবলধোলাই বাংলাদেশের

Bình luận · 12 Lượt xem

আফগানিস্তানকে ধবলধোলাই করার আনন্দ বাংলাদেশ দলেরছবি: এসিবি
শারজায় আজ বাংলাদেশের ৬ উইকেটের জয়ে চুকল একটা পুর

শারজায় আজ বাংলাদেশের ৬ উইকেটের জয়ে চুকল একটা পুরোনো হিসাবও।

 

 

 

কাজটা সহজই হওয়ার কথা ছিল বাংলাদেশের জন্য। রান তাড়ায় দুটি ওভার মেডেন দিয়ে হলোও তা–ই।

 

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দুই ওভার হাতে রেখে পাওয়া ৬ উইকেটের জয়ে শুধু ম্যাচটাই জেতা হলো না, চুকল পুরোনো একটা হিসাবও। ২০১৮ সালে বাংলাদেশকে ‘ঘরের মাঠ’ দেরাদুনে ধবলধোলাই করেছিল তারা। আফগানিস্তানের আরেক ‘ঘরের মাঠ’ শারজায় সেই স্বাদ ফিরিয়ে দেওয়া গেছে।

 

আফগানিস্তানের বেশিরভাগ ব্যাটসম্যান আসা–যাওয়ায় ব্যস্ত ছিলেন

আফগানিস্তানের বেশিরভাগ ব্যাটসম্যান আসা–যাওয়ায় ব্যস্ত ছিলেনছবি: এসিবি

এমন কিছু যে হবে, তা যদিও অনুমান করা গিয়েছিল প্রথম ইনিংস শেষেই। সিরিজের আগের দুই ম্যাচে বাংলাদেশ জিতেছিল যথাক্রমে ১৫২ আর ১৪৮ রান তাড়া করে। কাল একই মাঠে তাদের সামনে আফগানিস্তান দিতে পারে ১৪৪ রানের লক্ষ্য।

Bình luận