ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

Kommentare · 58 Ansichten

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১২ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১২ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গোপন তৎপরতায় অভ্যস্ত’ একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আগামী সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া একই দিনে সারা দেশের জেলা ও মহানগরে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Kommentare