বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত: গোলাম পরওয়ার

Comentarios · 16 Puntos de vista

বিদেশি কোনো শক্তির হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে চায় না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনা?

সোমবার (৬ অক্টোবর) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির বৈঠক বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন।

 

 

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতের বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় আসতে চায় না।

 

বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে কথা হয়েছে বলেও জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির।

 

তিনি আরও জানান, বৈঠকে ফিলিস্তিনিদের জন্য তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন জামায়াত আমির। রোহিঙ্গা সংকট সমাধানেও তুরস্কের অবস্থানকে স্বাগত জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

Comentarios