জুলাই গণ-অভ্যুত্থানের পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ সোমবার (১৪ জুলাই) গণভবনে সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ দুপুর ২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এদিকে, একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপন করা হবে ‘জুলাই উইমেন্স ডে’। এ উপলক্ষে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে।
এছাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
جستجو کردن
پست های محبوب