কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'রাজাকারের নাতি-পুতি' মন্তব্যের এক বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকী মিছিল করেছে।
সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা "তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার", "কোটা না মেধা, মেধা মেধা" সহ নানা স্লোগান দেয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৫ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ দফায় দফায় হামলা চালায়। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্রলীগের এই হামলায় সারাদেশে চার শতাধিক শিক্ষার্থী আহত হন, যার মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত হন ২৯৭ জন শিক্ষার্থী। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এদিন হাসপাতালেও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
আগের দিন, ১৪ জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের 'রাজাকারের নাতি-পুতি' বলে কটাক্ষ করেন। এই কটাক্ষের প্রতিবাদে সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। রাত ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলসহ প্রায় প্রতিটি আবাসিক হল থেকে 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার' স্লোগানে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী
Search
Popular Posts