‘বিশ্বম্ভরা’ তে চিরঞ্জীবীর সাথে রিমিক্স করবেন মৌনী রায়

Комментарии · 37 Просмотры

টালিউডের সবচেয়ে প্রতীক্ষিত সোশিও-ফ্যান্টাসি ছবি ‘বিশ্বম্ভরা’ নিয়ে শুরু থেকেই উত্তেজনার পারদ চড়ছে। এবার সেই

টালিউডের সবচেয়ে প্রতীক্ষিত সোশিও-ফ্যান্টাসি ছবি ‘বিশ্বম্ভরা’ নিয়ে শুরু থেকেই উত্তেজনার পারদ চড়ছে। এবার সেই উন্মাদনায় নতুন সংযোজন—চিরঞ্জীবীর কালজয়ী গান “রাগুলুতোন্দি মোগলিপোডা”-এর রিমিক্স!

আর এই হট রিমিক্স নম্বরে ঝলমলে রূপে হাজির হচ্ছেন বলিউডের গ্ল্যাম ডিভা মৌনী রায়। পুরনো দিনের নস্টালজিয়ায় ভর করেই এবার টালিউডের সবচেয়ে বড় বাজেটের ছবিতে ঢুকছে বলিউডি ঝলক।

প্রথমে পরিচালক মল্লিডি বাসিষ্ঠ-এর টিম ভেবেছিলেন ‘আটা কাভালা পাটা কাভালা’ রিমিক্স করার কথা, কিন্তু শেষমেশ ঠিক হয় ১৯৮৩ সালের সুপারহিট ‘খাইদি’ ছবির এই ক্লাসিক গানটিকেই ফিরিয়ে আনা হবে। চিরঞ্জীবী ভক্তদের জন্য এ যেন আবেগের এক ঘূর্ণিঝড়!

গানের রিমিক্সের দায়িত্বে রয়েছেন ভীমস সেসিরলিও, আর পুরো ছবির সংগীত পরিচালনায় রয়েছেন কিংবদন্তি এমএম কীরাবাণী। ফলে সংগীতপ্রেমীদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।

চমক এখানেই শেষ নয়। ‘বিশ্বম্ভরা’ ছবিতে চিরঞ্জীবীর সঙ্গে রয়েছেন ত্রিশা কৃষ্ণান, কুনাল কাপুর, আশিকা রঙ্গনাথ, সুরভি পুরানিক ও ঈশা চৌলা। ছবিটির প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশনস, মুক্তি পাচ্ছে ২৫ সেপ্টেম্বর ২০২৫।

ছবিটিকে ঘিরে এখন থেকেই তৈরি হচ্ছে বিশাল ভিএফএক্স ভরপুর ভিজ্যুয়াল ট্রিটের আশ্বাস। আর মৌনীর হট রিমিক্স পারফরম্যান্স এই উৎসবমুখর সিনেমাকে করে তুলবে আরও আকর্ষণীয়।

Комментарии