ইরানের বিরুদ্ধে কালোজাদু প্রয়োগ করেছিলো ইসরায়েল: জেরুজালেম পোস্ট

التعليقات · 33 الآراء

যুদ্ধে সাধারণত ব্যবহৃত হয় আগ্নেয়াস্ত্র, রকেট, মিসাইলসহ নানা ধরণের আধুনিক সমরাস্ত্র। কিন্তু যদি বলা হয়, কোনো দ?

যুদ্ধে সাধারণত ব্যবহৃত হয় আগ্নেয়াস্ত্র, রকেট, মিসাইলসহ নানা ধরণের আধুনিক সমরাস্ত্র। কিন্তু যদি বলা হয়, কোনো দেশ শত্রুর বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে কালোজাদু—তবে তা অবিশ্বাস্যই শোনায়। অথচ সম্প্রতি এমনই এক বিস্ময়কর অভিযোগ এনেছে ইরান। তারা দাবি করেছে, ১২ দিনের যুদ্ধে ইসরায়েল নাকি ব্যবহার করেছে 'অতিপ্রাকৃত আত্মা' ও জাদুবিদ্যা। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিতর্কিত দাবি।

প্রতিবেদনে বলা হয়, ১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালোজাদুর ব্যবহার করেছে ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত গণমাধ্যম জাভান-এর সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি এই দাবি করেন।

সামাজিক মাধ্যম এক্স- এ করা এক পোস্টে আব্দুল্লাহ বলেন, তেহরানের রাস্তায় হিব্রভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গিয়েছে। ইহুদি সম্প্রদায়ে ব্যবহৃত প্রতীক’সহ বিভিন্ন তাবিজ পাওয়া গেছে। যেগুলো জাদুটোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তার। তান্ত্রিকদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাভানের এই সাবেক সম্পাদক।

এদিকে, আব্দুল্লাহ গাঞ্জির এমন দাবির রীতিমতো উপহাস করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে মোসাদ। ভূতের ইমোজি দিয়ে ব্যাঙ্গার্থক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করে ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ গাদবান।

এর আগে, গাজায় আগ্রাসন চালানোর শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরী বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল ইরান। 

التعليقات