৫ উইকেট হারিয়ে বিপাকে শ্রীলঙ্কা

Kommentare · 716 Ansichten

কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে

কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা। ১০ ওভারে ৫ উইকেটে তুলেছে ৬৬ রান।

প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই করেছিলেন পাথুম নিশাঙ্কা।

প্রথম ওভারে লাইন লেন্থ ঠিক ছিল না শরিফুল ইসলামের। ১৪ রান খরচ করেছেন। শেষ বলটিও ছক্কা হতে পারতো। কিন্তু কুশল মেন্ডিসের (৪ বলে ৬) হাঁকানো শট ডিপ স্কয়ার লেগে হয়ে যায় তাওহিদ হৃদয়ের ক্যাচ।

পরের ওভারে আঘাত হানেন শেখ মেহেদী। তার ঘূর্ণিতে স্লিপে তানজিদ হাসান তামিমকে ক্যাচ দেন কুশল পেরেরা, ফেরেন গোল্ডেন ডাকে। ১৯ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা।

ইনিংসের পঞ্চম এবং মেহেদী নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন দিনেশ চান্দিমালকে। মিডঅনে খেলতে গিয়ে বল সোজা আকাশে উঠে যায়, জাকের আলীর ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন চান্দিমাল (৫ বলে ৪)। ৩৪ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে লঙ্কানদের। এরপর ৪৯ রানে ৪ ও ৬৬ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা।

Kommentare
Md Mahim Technology 4 w

প্রশাসনিক পদে বড় রদবদল করেছে সরকার। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডি?

 
 
Md Iqbal Hossain 4 w

ঢাকা

 
 
Md Iqbal Hossain 4 w

Hi