করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত দ্বিগুণ, সবাই ঢাকার বাসিন্দা

Comentarios · 57 Puntos de vista

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদিন মোট ১০১ জনের নমুনা পরীক্ষা করে এই ১৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। তবে নির্ধারিত এই সময়ের মধ্যে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

এ দিকে গতকাল সোমবার (৯ জুন) পাঁচজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

আজ মঙ্গলবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। এর আগে গতকাল (৯ জুন) ৪১ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

আরও পড়ুন
উৎপাদন বাড়িয়ে বড় সুখবর দিলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র
উৎপাদন বাড়িয়ে বড় সুখবর দিলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র
১০ জুন, ২০২৫
 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮৭ শতাংশ।

আরও পড়ুন
'বাংলাদেশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে'
'বাংলাদেশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে'
১০ জুন, ২০২৫
 

 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Comentarios