রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গাড়ি থেকে দেড় কেজি স্বর্ণসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬)।
আজ শনিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে দুই ব্যক্তি প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করেন। এপিবিএনের সদস্যরা তাঁদের আটক করেন। পরে প্রাইভেট কারে রাখা টুলবক্সের ভেতর থেকে একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়। এর ভেতর থেকে ১ কেজি ৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ টাকা।
এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মামলার আসামি শরীফুল ও জুবায়েরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালান করে আসছেন। দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, স্বর্ণ চোরাচালানের অপতৎপরতা আগের চেয়ে বেড়েছে।নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন কাজ করে যাচ্ছে।