চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম বাড়তি থাকবে: গোল্ড কাউন্সিল

注释 · 23 意见

চলতি বছরের প্রথমার্ধে বিশ্ববাজারে সোনার দাম ২৬ শতাংশ বেড়েছে। বছরের বাকি সময়ও সোনার বাজারদর ঊর্ধ্বমুখী থাকা??

চলতি বছরের প্রথমার্ধে বিশ্ববাজারে সোনার দাম ২৬ শতাংশ বেড়েছে। বছরের বাকি সময়ও সোনার বাজারদর ঊর্ধ্বমুখী থাকার পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউজিসি জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে সোনার মূল্যবৃদ্ধির পেছনে যেসব কারণ আছে, সেগুলো হলো: ডলারের বিনিময় হার কমে যাওয়া, ভূরাজনৈতিক উত্তেজনা, বিনিয়োগকারীদের চাহিদা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা বেড়ে যাওয়া। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে স্থবিরতা বা মন্দার ঝুঁকি বাড়লে ভবিষ্যতে এই ধাতুর চাহিদা আরও বাড়তে পারে।

注释