আগস্ট থেকে করের বোঝা বাড়বে এমন উদ্বেগ না ছড়ানোর আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

Mga komento · 7 Mga view

আগস্ট থেকে করের বোঝা বাড়বে এমন উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা ??

আগস্ট থেকে করের বোঝা বাড়বে এমন উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিষয়টি এখনও সরকারের আলোচনার টেবিলে আছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান।

এসময় তিনি বলেন, যদি ভোক্তা পর্যায়ে স্থায়িত্ব বজায় রাখা যায়, তাহলে আরও টেকসই বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। জানান, শিল্প খাতে পানি ব্যবহারের নীতিমালা নিয়ে কাজ করছে সরকার। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে অগ্রগতি আনতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

তিনি আরও বলেন, সরকার টোবাকো নীতি নিয়ে কাজ করছে। পরিবর্তন আনা হলে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হবে। দেশের অভ্যন্তরে যা প্রাকৃতিক সম্পদ আছে তার সুষ্ঠ ব্যবস্থাপনার দিকে জোর দিয়েছে সরকার। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে নজর দিতে আহ্বান জানিয়েছেন উপদেষ্টা।

Mga komento