তত্ত্বাবধায়কপ্রধানের নাম প্রস্তাবে সংসদে প্রতিনিধিত্বশীল সবার যেন সুযোগ থাকে: সাকি

Mga komento · 16 Mga view

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নাম প্রস্তাবের ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বশীল সব দল

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নাম প্রস্তাবের ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বশীল সব দলই যাতে সুযোগ পায়, সে ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছে গণসংহতি আন্দোলন। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৫তম দিনের আলোচনার বিরতিতে এ কথা জানান দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, ‘অনেকের প্রস্তাব এসেছে, সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের প্রতিনিধিদের নিয়ে বাছাই কমিটি করতে। আমরা বলেছি, বাছাই কমিটি যদি তিন দলের মধ্যেই অর্থাৎ সরকারি দল, প্রধান বিরোধী দল এবং বৃহত্তম তৃতীয় দলের মধ্যে রাখাও হয়, তবে প্রধান উপদেষ্টার নাম যাতে সংসদে প্রতিনিধিত্বশীল সব দলই প্রস্তাব করতে পারে, সে ব্যবস্থা রাখতে হবে।’

Mga komento