তাপমাত্রা কমলেও স্বস্তি মিলবে না বাতাসে আর্দ্রতার জন্য

Mga komento · 145 Mga view

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে মেঘলা আকাশের আভাস থাকলেও বৃষ্টির সম্ভাবনা নে

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে মেঘলা আকাশের আভাস থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনজুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। বৃহস্পতিবার সকাল ৭টায় প্রকাশিত ৬ ঘণ্টার বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। যদিও গরমের মাত্রা কিছুটা কমতে পারে, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি থেকেই যাবে।

আরও পড়ুন
জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগে নতুন মুখ, বিএনপি নেতার আবেগঘন পোস্ট
জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগে নতুন মুখ, বিএনপি নেতার আবেগঘন পোস্ট
১২ জুন, ২০২৫
 

 

আরও বলা হয়, আজকের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর আজ ভোর ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকাল (বুধবার) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইসাথে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও বৃষ্টির মাধ্যমে গরম কমার সম্ভাবনা নেই। এর ফলে নগরবাসীকে কিছুটা ভ্যাপসা গরম সহ্য করতে হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বর্ষা মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছে। তবে এখনো মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মৌসুমি বায়ুর প্রভাব দেখা দিলেও রাজধানী এলাকায় তা পৌঁছায়নি।

আরও পড়ুন
৪ ঘণ্টার জন্য আজও খোলা থাকছে কিছু ব্যাংক
৪ ঘণ্টার জন্য আজও খোলা থাকছে কিছু ব্যাংক
১২ জুন, ২০২৫
 

 

অন্যদিকে, আজ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। 

সংস্থাটি জানিয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Mga komento