নেত্রকোণায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bình luận · 23 Lượt xem

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলা?

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে উপজেলার কুড়ালিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সোহাগ মিয়া ও তার স্ত্রী ঝুমা আক্তার। এরইমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তারা। রোববার সকালে অনেকবার ডাকাডাকির পরও সাড়া না মেলায় পরিবার পুলিশকে খবর দেয়। পরে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পুলিশ আরও জানায়, বছর তিনেক আগে বিয়ে হয় তাদের বিয়ে হয়। এই দম্পতির একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর মাঝেমধ্যেই তাদের মধ্যে পারিবারিক কলহ হতো। এক সপ্তাহ আগেও তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে।

Bình luận