চিকিৎসকের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুর পাঠানো হবে: শ্রম উপদেষ্টা

코멘트 · 9 견해

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকারের তরফ থেকে যা যা ক??

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  

সাখাওয়াত বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে।’ 

তিনি বলেন, ‘এই পরিবারগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত। একটা বাচ্চা না থাকা... আমি তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের শোক সইবার শক্তি দিন।’

এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্নে তোলেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, বিমানের ব্লাক বক্সের হিস্ট্রি পাওয়া গেলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। এটি কী অবহেলা নাকি বিমানের ত্রুটি সে বিষয়ে জানা যাবে।

তিনি বলেন, ‘আমি ডিপার্টমেন্টকে বলবো, এ ধরনের ট্রেনিং কোথায় করতে হবে, এগুলো নতুন করে দেখা প্রয়োজন।

코멘트